নিজস্ব প্রতিনিধি:-হারুন শেখ

বাগেরহাটের মোল্লাহাটে গাড়ফা এলাকা থেকে ইয়াছিন মোল্লা (২২) নামে এক মাদক কারবারিকে এক কেজি মাদকদ্রব‍্য গাঁজা সহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাদক কারবারি ইয়াছিন কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত ইয়াছিন মোল্লা (২২) গোপালগঞ্জ জেলার সদর উপজেলার নকড়ীর চর গ্রামের আরজ মোল্লার ছেলে।
বৃহস্পতিবার (০৪ জুলাই) সন্ধ্যায় তাকে মোল্লাহাট থানা পুলিশ গ্রেফতার করে।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাড়ফা এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ ইয়াছিন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের সহ শুক্রবার আদালতে প্রেরন করা হয়েছে। মাদকবিরোধী নিয়মিত অভিযান চলছে এবং চলবে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো ট্রলারেন্স।#

পোস্টটি শেয়ার করুনঃ