নিজস্ব প্রতিনিধি:-হারুন শেখ।

বাগেরহাটের মোংলা নদীতে খেওয়া ঘাটে,
অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
রোববার (২৬ মে) সকাল ৯টার দিকে মোংলা বাসস্যান্ড খেওয়া ঘাট থেকে মোংলার মামারঘাটে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।ধারণক্ষমতার বেশি যাত্রী থাকায় থাকার এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না। ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের অধিকাংশ মোংলা ইপিজেডের কারখানার শ্রমিকরা ছিলেন।তাৎক্ষণিকভাবে অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠছেন। নদীর পাড় এলাকায় ট্রলারটি ডুবে যাওয়ায় কিছু যাত্রী উঠে এলেও কেউ কেউ নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।তবে কতজন নিখোঁজ আছেন তা এখনও নিশ্চিত করে জানাতে পারছে না প্রশাসন। কেউ নিখোঁজ থাকলে তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।ইউএনও নিশাত তামান্না বলেন, ট্রলার দুর্ঘটনার পরপরই খোঁজ রাখছি। কোনো যাত্রী নিখোঁজ আছেন কি না, সে বিষয়ে খোঁজ রাখা হচ্ছে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন যাত্রীদের স্বজনরা। ঘটনার পর থেকে মোংলা নদীতে ট্রলার চলাচল বন্ধ রয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ