বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে দাকোপে দায়িত্বরত ক্যাম্প কমান্ডারের সাথে মতবিনিময়


ডেস্ক রিপোর্টঃ দেশে আইনশৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম ও সাহসীকতা নিয়ে সামনে এগিয়ে চলেছেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে কঠোর ভুমিকায় সাধারণ মানুষের পাশে থেকে আইনী পরামর্শ ও সহযোগিতা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে এ বাহিনী। আজ ১৪ আগষ্ট রোজ বুধবার সকাল ১১ টায় দাকোপ প্রেসক্লাবের সম্মানিত সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দাকোপ প্রেসক্লাবের সম্মানিত সকল সিনিয়র সাংবাদিকবৃন্দ। বাংলাদেশ সেনাবাহিনীর দাকোপ উপজেলায় দায়িত্বরত ক্যাপ-কমান্ডার মোঃ শাকিল আহমেদ সকল ক্লাবের সকল সাংবাদিকদের সহিত মতবিনিময় ও সাধারণ ব্রিফিংয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়। ওই সময় বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত অফিসার ক্যাম্প কমান্ডার মোঃ শাকিল আহমেদ বলেন, দাকোপ উপজেলায় বিশেষ করে জমিজমা সংক্রান্ত বিরুদ্ধ বেশি।এ উপজেলায় আসার পরে অন্যায় ভাবে জায়গা জমি দখলের অভিযোগ বেশি উঠেছে। পাশাপাশি চাঁদাবাজি,দালাল চামচা অন্যায়কারীর বিরুদ্ধে আমরা সর্বদা সজাগ। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে আরো বলেন, আপনার সঠিক তথ্য প্রমাণ সংগ্রহ করে সুনির্দিষ্ট সংবাদ প্রচার করবেন বলে আসা করি। পাশাপাশি পেইজবুক বা অন্য কোন অবস্থায় গুজব বা মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকতে অনুরোধ জানান।