বাংলাদেশ প্রেসক্লাব দাকোপ উপজেলা শাখার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ
ডেস্ক রিপোর্টঃ বিশাল আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রেসক্লাব দাকোপ উপজেলা শাখার পক্ষ থেকে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ৩১ মার্চ রোজ রবিবার সময় বিকাল ৫ ঘটিকার সময়। দাকোপ উপজেলার আচাভুয়া বাজারসহ চালনার বিভিন্ন মেইন মেইন পয়েন্টে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। জানা যায়, সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব দাকোপ উপজেলা শাখা এ আয়োজন করে।এ সময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব দাকোপ উপজেলা শাখার সভাপতি মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম,এছাড়া উপস্থিত ছিলেন,কোষাধ্যক্ষ ওলি উল্লাহ, মোঃ মনিরুল ইসলাম ও মানবিক মানুষ মোঃ ইকবাল হোসেন প্রমুক।ইফতার বিতরণের বিষয় পথচারীদের মাঝে এক আনন্দ উপলব্ধি করা যায়।অনেকে বলেন,এটা খুব সুন্দর উদ্যোগ। এমন মহতি কাজকে সাধুবাদ জানাই। পথচারীদের ইফতার বিতরণের পূর্বে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান সাহেবের দীর্ঘ আয়ু কামনা ও খুলনা জেলা আহবায়ক কমিটির সাংবাদিক মিয়া বদরুল আলম সাহেবের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাংলাদেশের সকল সাংবাদিক ইউনিটের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সমাপ্তি হয়।