বাংলাদেশ প্রেসক্লাব দাকোপ উপজেলা শাখার কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ প্রেসক্লাব দাকোপ উপজেলা শাখার কমিটির সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্টঃ আজ সকাল ১১ টায় বাংলাদেশ প্রেসক্লাব দাকোপ উপজেলা শাখার অস্থায়ী কার্যলায়ে জরুরী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও মাসুদ পারভেজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব দাকোপ উপজেলা শাখার সভাপতি মোকলেছুর । আরো উপস্থিত ছিলেন, গোবিন্দ সাহা, কৃষ্ণপদ গাইন, কামরুল ইসলাম গাজী, ওলি উল্লাহ, মনিরুল ইসলাম।সভায় সুত্রে জানা যায়, খুলনা জেলা আহবায়ক কমিটির নামে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচারে বাংলাদেশ দাকোপ উপজেলা শাখার পক্ষে তীব্র নিন্দা প্রতিবাদ জানান। তাছাড়া সাংগঠনিক বিষয় আলোচনা ও সকলকে ঐকবদ্ধ ভাবে কাজ করতে বিশেষ ভাবে অনুরোধ করেন। আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রেসক্লাবের ৮টি বিভাগে নতুন নিয়মে ৮জন সহ-সভাপতি করা হয়েছে। তাদের মধ্য বাংলাদেশ প্রেসক্লাবের ভাইস চেয়ারম্যান, ও শেখ রাসেল পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী মনিরুল ইসলাম মনিরকে খুলনা বিভাগের প্রধান করে দায়িত্ব দায়িত্ব প্রদান করেছেন বলে জানা যায়। এবং বাংলাদেশ প্রেসক্লাব খুলনা জেলা আহবায়ক কমিটির সকল সাংবাদিকদের প্রতি ফরিদ খান সুনির্দিষ্ট পরমর্শ ও দৃষ্টি রাখতে বলেন। তাই বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খানের সুনির্দিষ্ট পরমর্শ আর নির্দেশনা নিয়ে সামনে এগিয়ে যেতে সকলে প্রস্তুত। কোন ষড়যন্ত্র আমাদেরকে দাবায় রাখতে পারবে না।