বাংলাদেশ প্রেসক্লাব দাকোপ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
আপডেটঃ অক্টোবর ৯, ২০২৩ | ৩:৪০
43 ভিউ
বাংলাদেশ প্রেসক্লাব দাকোপ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
ওলি উল্লাহঃ বাংলাদেশ প্রেসক্লাব সারা বাংলাদেশের একটি সরকারি রেজিষ্ট্রেশনকৃত অনুমোদিত প্রতিষ্ঠান। দেশের সকল কলম সৈনিকদের স্বাধীনতার সাথে চলার এক বড় মাপের সুশিক্ষার গাড়ি নামক বাংলাদেশ প্রেসক্লাব।এটি গত ২০১২ সালে সরকারি ভাবে বাংলাদেশ প্রেসক্লাব রেজিষ্ট্রেশন হয়
যার নং৯৮৭৩৬/১২- সাংবাদিক ফরিদ খানের নিজ হাতে গড়া এ প্রতিষ্ঠান। সারা বাংলাদেশে যখন সাংবাদিককের উপর অকারণে হামলা মামলা আর অত্যাচার তখন তার প্রতিবাদে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সারা বাংলাদেশে কলম সৈনিকদের খোঁজে পথ নামক মাঠে নামে।২০১২ সালে শুরু হয় দূর্গম পথ চলা। অন্যায়ের বিরুদ্ধে কলম নিয়ে পথে নামে কলম সৈনিকদের খোঁজে।তেমনি সাংবাদিক ফরিদ খান সাহেব বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগেও পরিচিত ঘটান। এবং খুলনা জেলায় কমিটি গঠনের বিষয় ব্যাপক প্রচার-প্রচারনা শুরু করেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রেসক্লাব খুলনা জেলার আহবায়ক কমিটির সিনিয়র সাংবাদিক মিয়া বদরুল আলম খুলনা জেলার দায়িত্ব পান। গত ইং ৮ অক্টোবর রবিবার বিকাল ৪ টার সময় খুলনার শিরোমনি বাংলাদেশ প্রেসক্লাব অফিস কার্যলায়ে দাকোপের নব-গঠিত আহবায়ক কমিটির তালিকা তুলে দেন খুলনা জেলার সিনিয়র সাংবাদিক সকলের সকলের কলিজ্বার প্রিয় দাদু ভাই সুযোগ্য আহবায়ক, মিয়া বদরুল আলম । এ সময় আরো উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলার সভাপতি সকলের প্রিয় মুখ সাংবাদিক মনিরুল ইসলাম এবং বাংলাদেশ প্রেসক্লাব ডুমুরিয়া উপজেলার শাখার সাহসী কলম সৈনিক,বিশিষ্ট ব্যবসায়ী মানবিক মানুষ কলম সৈনিক সাধারণ সম্পাদক সরদার বাদশাহ। এ সময় বাংলাদেশ প্রেসক্লাব দাকোপ উপজেলা শাখার ৭ জনকে নিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহবায়ক কমিটিতে সাংবাদিক মোকলেছুর রহমান,আলোর খবরের প্রকাশক সম্পাদককে আহবায়ক ও সাংবাদিক জাহাঙ্গীর হোসেন বাংলাদেশ সমাচারের ক্রাইম রিপোর্টারকে সদস্য সচিব করে আরো বাকী ৫জন যথাঃ আলহাজ্ব কাজী ইমদাদুল ইসলাম,আরিফুল ইসলাম গাজী, ওলি উল্লাহ সানা, মহিন উদ্দিন খান আবেদ, কৃষ্ণপদ গাইনকে নিয়ে কমিটি ঘোষণা করা হয়।