বরিশালের ঐতিহাসিক চরমোনাইয়ের মাহফিলের শুভ উদ্বোধন


ডেস্ক রিপোর্টঃশুরু হলো চরমোনাইয়ের সম্মেলন ফাল্গুনী বার্ষিক ওয়াজ মাহফিল।১৯ ফেব্রুয়ারী রোজ বুধবার যোহরবাদ সৈয়দ মোঃ রেজাউল করিম পীর সাহেব হুজুরের উদ্বোধনীয় বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে।পীর সাহেব হুজুরের বয়ানের পূর্ব মহূর্তে পবিত্র কালামেপাক তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে মাহফিলের সকল প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। জানা যায়, এ মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরামগন কোরআন হাদিসের আলোকে নসিত পেশ করবেন।এবার মাহফিলের মাঠ গুলো আগে বাগে কানায় কানায় পরিপূর্ণ। মুজাহিদ কমিটির সুত্রে জানা যায়, দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে গত ১৫ ফেব্রুয়ারী অর্থাৎ তিন দিন আগে থেকে মাঠে শ্রোতাদের আগমন ঘটে। ১,২,৩,৪,৫,৬নং মাঠ পুরোপুরি প্রস্তুত থাকলেও ৭, ৮ নং মাঠের প্রস্তুতি চলছিল। এবার শ্রোতাদের আগমনের বিষয় বিবেচনা করে মাঠ আরো বাড়ানো হয়েছে বলে জানা যায়। সব মিলে স্টেজ মাঠ শ্রোতাদের সার্বিক সহযোগিতায় সেচ্ছাসেবকের পাশাপাশি রয়েছে পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে। এছাড়া রয়েছে গোয়েন্দা সংস্থার সদস্যরা ও বিভিন্ন মিডিয়া কর্মী। উপস্থিত শ্রোতাদের মন্তব্য, এবার দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে মাহফিলে অতিরিক্ত শ্রোতাদের ভিড়। আগামী ২২ ফেব্রুয়ারী রোজ শনিবার সকালে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে মাহফিল শেষ হবে।