আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।

মানবতার সেবায় মানুষের পাশে থেকে কাজ করাই ব্যাচ- ৯৫ সেচ্ছাসেবী সংগঠনের মূল উদ্দেশ্য। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় বন্যায় কবলিত হয়ে অসহায় হয়ে পড়েছেন মানুষজন। তাদের পাশে দাড়িয়ে মানবতায় সামিল হতে রূপসা উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৯৫ এর স্বেচ্ছাসেবী সংগঠন ব্যাচ-৯৫ নিজস্ব ভাবে উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় ৯৫ ব্যাচের সংগঠনের নেতৃবৃন্দ বন্যার্তদের পাশে থাকার জন্য গত ২৮ আগষ্ট বুধবার দিনব্যাপী সংগঠনের সদস্যদের কাছ থেকে নিজস্ব তহবিল তৈরি করেছে। এই তহবিলের অর্থ অতি দ্রুত অন্তরবর্তি সরকারের প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে ব্যাংকের মাধ্যমে প্রদান করবেন। তাদের এই সংগঠনে রয়েছেন সংগঠনটির আহবায়ক এম মহিউদ্দিন, সদস্য সচিব শেখ শহিদুল ইসলাম, সমর কুমার দাস, মোঃ জাকির হোসেন, কে এম আলী হায়দার বুলবুল, মাসুম বিল্লাহ, আবুল হায়াত, ফ,ম ফয়সাল, মুন্না সরদার, শেখ ফরিদ, গোলাম কিবরিয়া, বিপ্লব দাস, পলাশ কুমার পাল, খান কুতুব উদ্দিন, ডাঃ বিক্রম নন্দী, শেখ জহিরুল হক শারাদ, আসাদ পাইক, শফিকুর রহমান ঢালী, সিরাজুল ইসলাম, নাহিদুজ্জামান, প্রতাপ কুমার শীল, ফরহাদ, শাহিনুর, ওলিয়ার খান, মাসুদ, মিন্টু, শরিফুল ইসলাম, রিপন, আনোয়ার, পুর্নিমা দাস, সুজনা, জাহিদা খাতুন, মিন্টু রায়, কাজী জাহিদ, কাজী রাজু, মাসুদ গোলদার, অমিত বর্ধন, সরজিৎ সেন, মনোরঞ্জন দাস, শেখ ইফতিকার আহম্মেদ, ওহিদুজ্জামান চঞ্চল, টিটো জমাদ্দার, অলোক প্রমুখ।

পোস্টটি শেয়ার করুনঃ