বটিয়াঘাটা খুলনা সড়কে ট্রাক ও আলমসাধুর মুখোমখি সংঘর্ষে নিহত ২


মোঃ ওলি উল্লাহ সানা, নির্বাহী সম্পাদকঃ খুলনা বটিয়াঘাটা সড়কে খড়িয়ার গেট থেকে একটু সামনে মৃত্তিকার কাছে পৌছালে ভোর আনুমানিক সাড়ে ৫ টার সময় একটি ট্রাক দ্রুততার সাথে আলম সাধুকে অতিক্রম করতে গিয়ে আলম সাধুর সাথে মর্মান্তিক দুর্ঘটনা গোহাটি। ওই সময় জায়গায় ১ জন এবং অপর জন গুরুতর আহত অবস্থায় জরুরি ভিত্তিতে খুলনা মেডিকলে কলেজ হাসাপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয়। জানা যায়,বটিয়াঘাটা উপজেলার ৪নং সুরখালী ইউনিয়নের বুনারাবাদ গ্রাম থেকে ৮/১০ জন শ্রমিক খুলনার রায়ের মহল ধান কাটার উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শ্রমিকদের মধ্যে গোবিন্দ রায়(৪৩), পিতা-খগেন্দ্রনাথ রায়, গ্রাম-বুনারাবাদ, বটিয়াঘাটা খুলনা মৃত্যু হয়। এছাড়া অপর ব্যক্তি অভিজিৎ রায় (২৮)নামের একজনের মৃত্যু হয়। একটি সুত্রে জানা যায়,এ অভিজিৎ রায়ের বাড়ি ডুমুরিয়ার কাটালিয়া গ্রামে,সে বটিয়াঘাটা বুনারাবাদ মামার বাড়ী বেড়াতে এসে মামা দেবদাসের সাথে ধানা কাটার উদ্দেশ্যে একই আলমসাধুতে ছিল।