বটিয়াঘাটা উপজেলার গোপালখালী নদীরচর থেকে অজ্ঞাত যুবকের মরা দেহ উদ্ধার
আপডেটঃ আগস্ট ২৭, ২০২৩ | ৯:৫৬
77 ভিউ
বটিয়াঘাটা উপজেলার গোপালখালী নদীরচর থেকে অজ্ঞাত যুবকের মরা দেহ উদ্ধার
বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটা উপজেলার গোপালখালী সিমেন্ট কোম্পানির নদীর সামনের নদী থেকে অজ্ঞাত যুবকের মরা দেহ উদ্ধার।
বটিয়াঘাটা উপজেলার গোপালখালী সিমেন্ট কোম্পানির নদীরচর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে বটিয়াঘাটা থানা পুলিশ। আজ ইং ২৭ আগষ্ট রোজ রবিবার আনুমানিক বিকাল সাড়ে ৫ ঘটিকার সময়। স্থানীয় জনগন ও পথচারীরা বটিয়াঘাটা উপজেলার গোপালখালী সিমেন্ট কোম্পানির নদীর চরে একটি মরা দেহ দেখতে পান। সাথে সাথে স্থানীয় জনগন বটিয়াঘাটা থানায় খবর দেন। বটিয়াঘাটা থানা পুলিশ অজ্ঞাত নামক যুবক বলে প্রাথমিক ভাবে উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের সনাক্তের জন্য সকল কার্যক্রম চলছিল।