বটিয়াঘাটায় ডিস লাইনে কাজ করতে বিদ্যুৎ স্পর্শে যুবকের মৃত্যু
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২৩ | ৪:১২
45 ভিউ
বটিয়াঘাটায় ডিস লাইনে কাজ করতে বিদ্যুৎ স্পর্শে যুবকের মৃত্যু!
মোঃ কামরুল ইসলাম গাজী, নিজস্ব প্রতিনিধিঃ বটিয়াঘাটার আব্দুস সালাম (ডিস সালাম) নামে পরিচিত ডিস এর লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুতের তার থেকে স্পর্শে মারা গেছে। বুধবার ৩০ আগষ্ট সকালে বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গাওঘরা চরডাঙ্গা এলাকায় হাফিজুর রহমান মোড়ল (২২) ডিস লাইনে কাজ করতে যায়। সকাল আনুমানিক ১০ টার দিকে বিদ্যুতের খুটিতে ডিস লাইনে কাজের জন্য উঠে। ঐ সময় বিদ্যুতের তারের সাথে তার হাত লাগতেই সে উপর থেকে নিচেই মাটিতে পড়ে যায় । স্থানীয়রা উদ্ধার করে বটিয়াঘাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত হাফিজুর মোড়ল উপজেলার গাওঘরা চান্দারডাঙ্গা গ্রামের হারুন মোড়লের পুত্র বলে জানা যায়। এলাকায় ডিস সালামের মৃত্যুতে শোকের ছায়া।