ডেস্ক রিপোর্টঃ বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে উপজেলার গাবুরা ইউনিয়নের ৩ নম্বর ক্লোজার এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটেছে।জানা যায়,খুলনার কয়রা থানার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মাদ আলীর পুত্র এনায়েত গাজী(৪০) ও একই গ্রামের আল-আমিন হোসেনের শিশু পুত্র নাজমুল হোসাইন (১০) নিহত হয়। এ বিষয়ে দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল আলম জানান,বৃহস্পতিবার আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন তারা। পথিমধ্যে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তখন তারা পাশে একটি ঘেরের ছোট লিজ বাসায় আশ্রয় নেন।ঐসময় বাসার উপর বজ্রাপাত ঘটে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যুবলে ঘোষনা করেন। সাথে থাকা অপর একজন অচেতন হয়ে পড়লে পরবর্তীতে তার জ্ঞান ফিরে বলে জানা যায়।গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুল আলম বলেন,নিহতদের মরদেহ ট্রলারযোগে বাড়িতে আনা হয়েছে।এ মর্মান্তিক করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পোস্টটি শেয়ার করুনঃ