ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় মাননীয় ভূমিমন্ত্রীর যোগদান।


রেজোয়ান রাজাঃ
আজ ৬ জুলাই ২৪, রোজ- শনিবার, সকাল -১১ টায়। ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় অনুষ্ঠিত। সভায় খুলনা -৫ আসনের মাননীয় ভূমিমন্ত্রী বাবু নারায়ণ চন্দ্র চন্দ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ সময় মাননীয় ভূমিমন্ত্রীকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও ডাক্তারবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। পরে নব নিযুক্ত ডাক্তারদের মন্ত্রী মহোদয় শুভেচ্ছার মাধ্যমে গ্রহণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বি এম এ ছালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস মৃণাল হাজরা, ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, চেয়ারম্যান মনিরুল ইসলাম, এস রবিন বসু, মিজানুর রহমান, আশরাফুল আলম কচি, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর উদ্দিন প্রমুখ।সর্বশেষ মাননীয় ভূমিমন্ত্রীকে ক্রেস্ট প্রদান এর মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।