প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দের ঈদ শুভেচ্ছা বিনিময়


মোঃ মোকলেচুর রহমানঃ আজ সোমবার পবিত্র ঈদুল ফিতর।৩১ মার্চ ২০২৫, বিকেল ৪টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে ইসলামী আন্দোলনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান।এ অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিদেশি কূটনীতিকবৃন্দ,বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকগণ পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।