পূর্নিমা সাহার বসতভিটার উপর দিয়ে জোরপূর্বক বিদ্যুৎ সংযোগ
আপডেটঃ নভেম্বর ৭, ২০২৩ | ১:৫১
38 ভিউ
পূর্নিমা সাহার বসতভিটার উপর দিয়ে জোরপূর্বক বিদ্যুৎ সংযোগ
ডেস্ক রিপোর্টঃ দাকোপের বারুইখালী গ্রামে একটি পরিবারের উপর হুমকি-ধামকি আর জুলুম। জোরপূর্বক পল্লী বিদ্যুৎ তার সংযোগ দিয়ে ক্ষতি করা হচ্ছে।এই মর্মে অভিযোগ দায়ের করেছেন, ভুক্তভোগী পরিবারের সদস্য পূর্নিমা সাহা।দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের বারুইখালী গ্রামের নতুন পাড়া, মহল্লার বাসিন্দা পূর্নিমা সাহা, স্বামী- বিকাশ সাহা তার বসতভিটা জমির উপর দিয়ে পার্শ্ববর্তি পরিমল ও বিল্লাল নামের দু’ব্যক্তি জোরপূর্বক বিদ্যুৎ সংযোগ গ্রহণ করে ক্ষতি সাধনে রয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়,একই কুটি থেকে একদিক সংযোগ গ্রহণ দেওয়া হয়েছে। যাহা পূর্নিমা সাহার বসতভিটার উপর দিয়ে।
এ বিষয় পূর্নিমা সাহা বলেন, আমি আনসার বাহিনীর একজন সদস্য, আমি আনসার বাহিনীতে কাজ করি। এখানে মিলেমিশে সবাই এক সাথে শান্তিতে বসবাস করে আসছিলাম। হঠাৎ বিল্লাল ও পরিমল নামের দু ব্যক্তির আচার-আচরণ আমি অসন্তোষ্ট। তারা গোপনে পল্লী বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করে। আমার অনুপস্থিতিতে আমার বসতবাড়ির উপর দিয়ে সংযোগ গ্রহণ করে। আমি তাদেরকে বার বার বলেও থামাতে পারিনি। তাছাড়া আমি নিজে পল্লী অফিসে গিয়ে মৌখিক ভাবে জানাই। কোন সুফল না পেয়ে সর্ব শেষ গত ইং ৭ নভেম্বর রোজ সোমবার লিখিত অভিযোগ দায়ের করি। আমি সুন্দর সুষ্ঠ সমাধান চাই। যাহাতে ভবিষ্যতের জন্য ঘর বাড়ি তৈরিতে বা চলাফেরায় চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় না পড়তে হয়। এ বিষয় দাকোপ সাব-জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জের নিকট জানতে চাইলে তিনি বলেন, পূর্নিমা সাহার অভিযোগ পাওয়া গেছে। আমি এক দু দিনের ভিতর তদন্তের জন্য টিম পরিদর্শনে পাঠাইবো। তদন্তের রিপোর্ট অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।