পানখালীর আনিস সুন্দরবনে গিয়ে গাছ থেকে পড়ে মারাত্মক জখম
আপডেটঃ সেপ্টেম্বর ২৭, ২০২৩ | ৯:০০
61 ভিউ
পানখালীর আনিস সুন্দরবনে গিয়ে গাছ থেকে পড়ে মারাত্মক জখম
বিশেষ প্রতিনিধিঃ পানখালীর আনিস ফোন করতে কেওড়া গাছে উঠেছিল। গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত। খুলনার দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা খোকা সরদারের পুত্র মোঃ আনিস সরদারকে জরুরী অবস্থায় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে। জানা যায় গত ইং২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে ফোন করতে কেওড়া গাছে উঠে ছিল সে। হঠাৎ পা ফসকে নিচে ঘন বড় শ্বাসমূলের উপর পড়ে যায়। তার শরীরের বিভিন্ন অংশে শ্বাসমূল প্রবেশ করে। তাছাড়া পুরো শরীর মারাত্মক ভাবে জখম ও প্রচুর রক্তক্ষরণ হয়। একটি সুত্রে জানা যায়,জীবিকার তাগিদে সুন্দরবনে বড়শি দিয়ে মাছ ধরতো আনিস। এ রিপোর্ট লেখা পর্যন্ত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার সকল প্রস্তুতি চলছিল।