পাইকগাছা থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের হাতে সেরা পুরস্কার
মোকলেছুর রহমান
সততা আর সাহসীকতার সাথে জীবন পরিচালনা করার নামই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর যুদ্ধ।
খুলনা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।
বুধবার (১০মে) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃতক করেন খুলনা জেলার সুযোগ্য সৎ সাহসী,উদার মিষ্টভাষী, মানবিক পুলিশ সুপার জনাব মোঃ মাহাবুব হাসান বিপিএম।
পাইকগাছা থানা পুলিশ সূত্রে জানা যায়, জনাব রফিকুল ইসলাম সাহেব ওসি তদন্ত থেকে ওসি হিসাবে যোগদানে ১ মাস পর তিনি জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন।
এ বিষয় অফিসার ইনচার্জ মোঃ রফিকুল বলেন, গত এপ্রিল মাসে, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখা, গ্রেফতারী পরোয়ানা তামিলসহ সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ সম্মাননা দেওয়া হয়।
অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সাহেব সাংবাদিকদের বলেন, আমি প্রথমে আমার অভিভাবক খুলনা জেলা পুলিশ সুপার মহদায়কে অভিনন্দন জানাই এবং চিরকৃতজ্ঞতা স্বীকার করি।
তাছাড়া পাইকগাছা বাসি সকলে পুলিশ সুপার মহদায়ের জন্য আল্লাহ কাছে দোয়া করেন।ও দীর্ঘ আয়ু কামনা করেন।