ডেস্ক রিপোর্টঃ খুলনার পাইকগাছায় শিববাটি ব্রীজ সংলগ্ন সরন খালিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু এলাকায় শোকের ছায়া। ৩০ সেপ্টেম্বর রোজ সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার সময় সরনখালী গ্রামের আলমগীর গাজীর শিশু কন্যা আছিয়া খাতুন(৩) নামের শিশু বাচ্চা পানিতে ডুবে মারা যায়। এর আগে শিশুর পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য জায়গা গুলোসহ ও আশপাশে খোঁজাখুজি করার পর লাশ পানিতে ভাসতে দেখা যায়। পরিবারের দাবি সে পরিবারের কাউকে না জানিয়ে গোসল করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে। শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এর রিপোর্ট লেখা পর্যন্ত শিশুর বাড়িতে শত শত মানুষের উপস্থিতি লক্ষ্য করার যায়।

পোস্টটি শেয়ার করুনঃ