পাইকগাছায় ভারসাম্যহীন নারী নবজাতকের জন্ম দিয়েছে, কে এই শিশুর পিতা?
ডেস্ক রিপোর্ট
পাইকগাছার গোড়াইখালী বাজারস্থ মানসিক ভারসাম্যহীন মাহিলার ফুটফুটে বাচ্চা প্রসব।
খুলনার পাইকগাছা উপজেলা গোড়াইখালী ইউনিয়ন গোড়াইখালী বাজার সংলগ্ন রাস্তার পাশে মানসিক ভারসাম্যহীন এক নারী (৪৫) ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
এমন খবর এলাকায় চারিদিকে চড়িয়ে পড়লে গোড়াইখালী বাজার সংলগ্নে হাজারও জনতার ভিড় হয়।
পরবর্তীতে স্থানীয় জনতা গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম কেরু, নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শিশু সন্তান জন্ম দেওয়ার পরে মহিলা ইশারা ইঙ্গিতে যথেষ্ট বাচ্চার প্রতি ভালো বাসা টান থাকলেও সে, তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে আপত্তি করছেন।
পরে স্থানীয় জনতার মধ্যে পাইকগাছা উপজেলার গড়ইখালীর বাসিন্দা সেলিম হোসেন (ছোট) তাছলিমা গাইন দু দম্পত্তি’র পুত্র সন্তান না থাকায়, তারা নব জাতক শিশুকে কোলে তুলে নেয়।
পরে পাইকগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঘটনাস্থলে পৌছে ইউপি চেয়ারম্যানকে সাথে করে, ভারসাম্যহীন মা ও নব জাতককে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ সময় কর্ত্যবরত ডাক্তার রাকেশ মন্ডল পরীক্ষা নিরীক্ষা শেষে এ প্রতিনিধিকে জানান, মায়ের সামান্য রক্ত শূন্যতা থাকলেও নবজাতক শিশু ও তার মা সুস্থ্য রয়েছে।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান বলেন, হাসপাতালে উপস্থিত চিকিৎসককে মা-শিশুর ঔষুধপত্র ও খাদ্য খাবার সব কিছুই সরবরাহ করা হবে এমন আশ্বাস প্রদান করেন।
এ বিষয় গড়ইখালী ইউপি চেয়ারম্যানের অর্থায়ন ও সার্বিক সহযোগিতার জন্য সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাছাড়া উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান,শিশুর ভবিষ্যতের জন্য আলোচনা সাপেক্ষে উপযুক্ত কোন পরিবার বা প্রতিষ্ঠানকে দত্তকে দেয়া যেতে পারে।
তাছাড়া ভারসাম্যহীন মা কোন মহল্লা বা গ্রামে থাকলে সরকারী ভাতা বা সব সুযোগ সুবিধা দেওয়া ভোগ করতে পারবে সে বিষয় আলোচনা হয়।