মোঃ ওলি উল্লাহ সানা, প্রধান নির্বাহী সম্পাদকঃ আকাশে মেঘ হলেও নেই বৃষ্টি!আবার বৃষ্টি বাদল ছাড়ায় বজ্রপাত। প্রতিদিন বৃষ্টি বা একটু ঝড় হাওয়া হলে শোনা যায় বজ্রপাতে মৃত্যুর খবর। দেশের পাঁচ জেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় চারজন, কিশোরগঞ্জে তিনজন, সুনামগঞ্জে একজন, হবিগঞ্জে একজন ও নেত্রকোণায় দুইজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত কালবৈশাখী ঝড়ের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।বজ্রপাতের বিষয় নিয়ে আবহাওয়া অফিস ও বিশেষজ্ঞদের পরামর্শ বজ্রপাতের সময় বাইরে বের না হওয়ার পরমর্শ দেন।

পোস্টটি শেয়ার করুনঃ