পথচারী ও দিনমজুরদের বিশুদ্ধ পানি দিলেন সাংবাদিক তুহিন
নিজস্ব প্রতিনিধি
চলছে গ্রীষ্মের তাণ্ডব। ক্রমশ বাড়ছে তাপমাত্রা। সবমিলিয়ে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এই তীব্র গরমে রামপালের পেড়ীখালি ইউনিয়নে রোমজাইপুর বাজারে সাধারণ পথচারী ও দিনমজুরদের স্বস্তি দিতে ঠান্ডা বিশুদ্ধ পানি ও স্যালাইনের পানির ব্যবস্থা করেছেন , রামপালের সাংবাদিক তুহিন মোল্লা।
শনিবার (২৭ এপ্রিল )দুপুরে দিনমজুর ও পথচারীদের মাঝে বোতলজাত বিশুদ্ধ খাবার পানি ও ওরস্যালাইন পানি পান করানো হয়,
চলমান তাপপ্রবাহের কারণে মানুষ প্রচণ্ড অস্থিরতার মধ্যে আছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষরা ঠিকভাবে কাজ করতে পারছেন না। একটু কাজ করলেই হাঁপিয়ে উঠছেন। এরকমই খেটে খাওয়া মানুষসহ নারী-পুরুষ সবাইকে এ গরম থেকে কিছুটা প্রশান্তি দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।