নৌকা নিয়ে দাকোপ-বটিয়াঘাটা বাসির পাশে শেখ সোহেলকে চাই,গাজী নাজমুল হাসান
আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০২৩ | ১২:০২
93 ভিউ
নৌকা নিয়ে দাকোপ-বটিয়াঘাটা বাসির পাশে শেখ সোহেলকে চাই,গাজী নাজমুল হাসান
ওলি উল্লাহঃ তুমি যোগ্য, তুমিই পারবে, সত্যকে ছিনিয়ে আনতে।পারবে তুমি সকল ষড়যন্ত্র রুখে দিতে। দাকোপ-বটিয়াঘাটা আসবে শান্তি ফিরে। মুক্তি পাবে নিরীহ মানুষ গুলো, আলোকিত হবে অন্ধকার। হাসবে বাঙ্গালী শেখ সোহেলের ভালো বাসায়। শেখ সোহেল উদ্দিনকে খুলনা-১ আসনের নৌকার মাঝি হিসেবে দেখতে চায় দাকোপ-বটিয়াঘাটাবাসি। আজ ইং ১৮ সেপ্টেম্বর রোজ সোমবার বাদ আসর খুলনা জেলা যুবলীগ কর্মী গাজী নাজমুল হাসানের উদ্যোগে সুতারখালী ইউনিয়নের কেওড়াতলী বাজার বালির মাঠে শেখ সোহেল উদ্দিনের নৌকার জন্য এক বিশাল দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত এলাকা বাসি সকলের মুখে ছিল এক আনন্দের জোয়ারের হাসি। শেখ সোহেলের জন্য এমন দোয়া ও মাহফিলের আয়োজন করে সুতারখালী বাসি যেন আনন্দের জোয়ারে।শেখ সোহেল উদ্দিনের দোয়া ও মাহফিলে উপস্থিত এলাকাবাসি প্রশংসা করে আলোর খবরকে বলেন, খুলনা-১ আসনে শেখ সোহেল নৌকা নিয়ে আসলে দক্ষিণ বাংলার দাকোপ-বটিয়াঘাটাবাসির শান্তি ফিরে আসবে। তিনি ও তার পরিবার বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। শেখ সোহেল গরীবের দুঃখ কষ্ট বোঝেন। যেমন বোঝেন,আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। সভায় সর্ব শেষ বঙ্গবন্ধুর মাগফিরাত কামনায় দোয়া ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ আয়ূ কামনা এবং শেখ সোহেল উদ্দিনের জন্য দোয়া মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।