নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের খুলনা/বাগেরহাট ও গোপালগঞ্জ অঞ্চলের প্রধানসহ ৫”সদস্য গ্রেফতার_

মোল্লা জাহাঙ্গীর আলম/ খুলনা //নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলম এর খুলনা/বাগেরহাট ও গোপালগঞ্জ অঞ্চলে দাওয়াতী শাখার দায়িত্বপ্রাপ্ত তরিকুল সহ ৫ সদস্যকে বাগেরহাট ও গোপালগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব—৬।বাগেরহাট গোপালগঞ্জ মাদারীপুর অঞ্চলে নিষিদ্ব ঘোষিত জঙ্গি সংগঠন আঞ্চলিক দায়িত্ব পালন এবং বিভিন্ন সময় অনলাইনে তামিম আল আদনানী হারুন—ইজহার গুনবীসহ বিভিন্ন আধ্যাত্মিক নেতার বক্তব্য দেখিয়ে নতুন সদস্যদের বিভিন্ন কৌশলে দলে যোগদান করত।এছাড়া বিভিন্ন সময় তারা মসজিদ বাসাও বিভিন্ন স্থানে সদস্যদের নিয়ে গোপন সভা পরিচালনা করত।ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সদস্যদের উগ্রবাদী করে তুলতো।গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব—৬ বাগেরহাট গোপালগঞ্জ ও মাদারীপুর অঞ্চলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলাম এর ৫ সদস্যকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত আনসার আল ইসলাম এর ৫ সদস্যেদের কাছ থেকে জেহাদি বই, মোবাইল ফোন, নগদ টাকা উদ্ধার পূর্বক যুদ্ধ করা হয়।গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যক সব তথ্য, প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক,কমান্ডার খন্দকার আল মঈন।

পোস্টটি শেয়ার করুনঃ