নিবিড় নিশা

অপর্ণা পাত্র

আমি পথ হারা দিশা
আঁধারেতে ডাকে ঐ নিবিড় নিশা।
কণ্ঠরোধ হয়ে আসে, আসে না বরিষা।

আমি খুঁজে খুঁজে সারা দিলে না সে ধরা
সে যে মায়াবিণী মরু সাহারা।
যেন আঁধারেতে জ্বলে উঠে
খসে যাওয়া আকাশের সিতারা।

কেড়ে নিলে সাধের ধন,জীবন করে নিলম্বন
ভুলে গেছি তারে বিণা
জীবনে জীবন করতে বরণ।

নিরন্তর বেড়ে চলে দাবাগ্নির তীব্রতা
নাই নাই আর নাই মোর
সহিবার যোগ্যতা।
খাদের ধারে দাঁড়িয়ে একা-
তিমিরে হারিয়ে যাই রে মিতা
আজও মনে পড়ে তার কথা।

পূর্বের পিছুটান ধরতে চায় দিনমান,
ধরণী দিগন্তে বাজে কার বেণু, নেমে এল আসমান।

নিত্য জড়িয়ে ধরে কৃষ্ণকায় নিবিড় নিশা
ঘনঘোর তিমিরে খুঁজে মরি দিশা।
দুঃসহ পথ, ধেয়ে আসে অমানিশা।

হ্রদে পড়ে করে ছটফট
জীবন আজ সেই ঐরাবত
বুঝেছি জীবন তুমি সময়ের দাস।
ভালো কর্মের ফল মন্দ নিয়তির উপহাস।

সৈনিক মন জীবনের ধন অমূল্য রতন
যদি কর পণ পাবে প্রতিদান,এটাই জীবন।।

তারিখ-২০/০১/২৪

Aparna Patra bankura

পোস্টটি শেয়ার করুনঃ