নিখোঁজ সংবাদঃ-
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২৪ | ৬:৪৩
109 ভিউ


১) নাম: ফারিয়া আক্তার,পিতা: লান্টু গাজী, মোবাইল: ০১৯০৮২৯০০৭৯ ২)নাম: আখি আক্তার পিয়া, পিতা: আজু গাজী,মোবাইল: ০১৯০৮২৯০০৭৯, ৩)পরমা, পিতা: দীনবন্ধু রায়,মোবাইল :০১৭১৬১৪৩১৯০,৪)মাহিয়া জাহান মিতু,পিতা : আসাদুজ্জামান গাজী,মোবাইল : ০১৯০৮২৯০০৭৯ উভয় ঠিকানাঃ কালাবগি,সুতারখালী দাকোপ খুলনা। এদের পরিবার সুত্রে জানা যায়, ১লা সেপ্টেম্বর রোজ রবিবার ২০২৪ তারিখ আনুমানিক সকাল সাড়ে ৭টার সময় বিদ্যালয়ে উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এবং পরবর্তীতে বিদ্যালয়ের ছুটির সময় পার হয়ে বিকাল ৫ টা বেজে সন্ধ্যা হলেও তারা এখনো পর্যন্ত বাড়িতে ফিরে যায় নাই। এলাকায় খবর নিয়ে জানা যায়,তারা ৪জন একই সাথে চলাফেরা করে ও ঘনিষ্ঠ বন্ধবী। যদি কেহ এদের দেখেন ও কোন সহৃদয়বান ব্যক্তির নজরে পড়ে তাহলে উপরোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ রইলো।প্রচারঃ মোঃ নাজমুল হাসান,সভাপতি, কালাবগি যুব ফাউন্ডেশন, দাকোপ খুলনা।মোবাঃ ০১৬৩৭৬৬৬৩২৪//