ডেস্ক রিপোর্টঃইটের ট্রলারের সাথে টোলিং এর মুখোমুখি সংঘর্ষে নিখোঁজের তিন দিন পর ইট শ্রমিক বাহারের গলিত লাশ দাকোপ উদ্ধার। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) খুলনার দাকোপ উপজেলার চালনা আচাভুয়া বাজার সংলগ্ন নদীর চরে ভাসমান অজ্ঞাত লাশ দেখতে পায় স্থানীয়রা।বাজার কমিটির সহযোগিতায় দাকোপ থানা পুলিশকে অবগত করেন। এবং পরে ফায়ারসার্ভিসে খবর দেন। ওই সময় খবরাখবর চারিদিকে ছড়িয়ে পড়লে শত শত মানুষের উপস্থিতি উপলব্ধি করা যায়। ওই সময় দাকোপ থানা পুলিশ ও ফায়ারসার্ভিসের বিশেষ টিম পরিদর্শন করেন। তার কিছুক্ষন পরে লাশের দাবি নিয়ে প্রশাসনের সামনে হাজির হয় মোড়লগঞ্জ থেকে আগত কয়েকজন। তারা দাবি করেন,গত ইং ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রূপসা কোন এক ইট ভাটা থেকে ৯জন শ্রমিকের দল ইস্টিল বোডি ট্রলার নিয়ে রূপসা ব্রিজের কাছে পৌছায়।তখন বিপরীত দিক থেকে আসা টোলিং বোড সজোরে আঘাত করে ইট বোঝায় ট্রলারে। ব্যাপক ক্ষয়ক্ষতি ও বাহার গাজী (৪৮) নামের শ্রমিক নিখোঁজ হয়। বাহার গাজী মোড়লগঞ্জের বাহাদুরপুর গ্রামের মৃত হাসেম গাজীর পুত্র। বাহার গাজীর পরিবারের পক্ষে লাশের দাবি নিয়ে উপস্থিত হয় তার বড় পুত্র। সনাক্তকারীর সত্যতা নিশ্চিত করে দাকোপ থানা পুলিশ ও ফায়ারসার্ভিস দলের বিশেষ টিম লাশটি খুলনা মর্গে পাঠানোর প্রস্তুতি নেয় এবং মর্গের কাজ সম্পন্ন হওয়ার পরে পরিবারের নিকট লাশ হস্তান্তরের নির্দেশ দেন।
পোস্টটি শেয়ার করুনঃ