নলিয়ান খাল ইজারা বাতিল ও উন্মুক্ত করার দাবিতে ডাকবাংলো মোড়ে মানববন্ধন কর্মসূচি
![নলিয়ান খাল ইজারা বাতিল ও উন্মুক্ত করার দাবিতে ডাকবাংলো মোড়ে মানববন্ধন কর্মসূচি](https://alorkhabor.com/wp-content/themes/pitw-press/images/default-image.jpg)
![](https://alorkhabor.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ও কামারখোলা ইউনিয়নের সাধারণ জনগন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গত কাল ৮ ডিসেম্বর বেলা ২ টার দিকে দাকোপ উপজেলার চালনা ডাকবাংলো মোড়স্থ সুতারখালী ও কামারখোলা ইউনিয়নের সাধারণ জনগণ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। মুফতি্ শফিকুল ইসলাম শফি সাহেবের সভাপতিত্বে ও শেখ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে নলিয়ান খাল ইজারা বাতিল ও উন্মুক্ত করনের দাবিতে হাজার হাজার সাধারণ মানুষ প্রতিবাদী ব্যানার নিয়ে সড়কের দু’পাশে সারিবদ্ধ ভাবে দাড়ি থাকে। উপস্থিত বক্তারা বলেন, সাধারন খেটে খাওয়া মানুষের মুখের খাবার খেড়ে নিয়েছে ওরা। বক্তারা আরো বলেন, একটি প্রভাবশালী মহল, পলায়ন সরকারের আওয়ামী লীগের গুষ্টি খালে লবনাক্ত পানি তুলে ফসলি জমির ব্যাপক ভাবে ক্ষতি করছে। অনেকে আছে সারা দিন কর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে রাতে এক মুটো ভাতের জন্য খালে বা নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করা থেকে বঞ্চিত। উপস্থিত মানববন্ধনে জনসাধারণ দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন। এবং দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারক লিপি জমা দেন করেন।