দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিকে রোধে সরকারের প্রতি বিশেষ আহ্বানঃ মুসলিম ঐক্য পরিষদ-বাংলাদেশের।
আপডেটঃ মার্চ ১৪, ২০২২ | ৮:১৯
214 ভিউ
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিকে রোধে সরকারের প্রতি বিশেষ
আহ্বানঃ মুসলিম ঐক্য পরিষদ-বাংলাদেশের।
মুসলিম ঐক্য পরিষদের কেন্দ্রীয় আমীর,প্রিন্সিপ্যাল মাওলানা শেখ আসলাম রহমানী (পীর সাহেব কুলাউড়ী) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা রফিক আহমদ মহল্লী,কেন্দ্রীয় মহাসচিব মুফতী মুশতাক ফুরকানী (নবীগঞ্জী),সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল হাই খান সহ জাতীয় নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন-বর্তমানে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম লাগামহীন ভাবে বেড়েই চলেছে। বিগত কয়েক মাস যাবত ধারাবাহিকভাবে দ্রব্য-মূল্য ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি সময় তা অসহনীয় পর্যায় পৌছে গিয়েছে। কোনো কোনো পণ্যের দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে।চাল,ডাল, পেঁয়াজ, আদা, রসুন, শাকসবজি সর্বক্ষেত্রে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ জনগণ দিশেহারা। আন্তর্জাতিক বাজারে গত এক বছরে চালের দাম ১৫ শতাংশ কমলেও দেশে চালের দাম অব্যাহতভাবে বেড়েই চলেছে। আর বিশেষ ভাবে ভোজ্য তেল এর কথা না-ই বা উল্লেখ্য করলাম।৮০ টাকার তেলে বর্তমানে ডাবল সেঞ্চুরি করেছে।এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর অধিকাংশেরই দাম বৃদ্ধি পেয়েছে। উক্ত সমস্যার মূলে রয়েছে অসাধু ব্যাবসায়ীদের সিন্ডিকেট।সাধারণ মানুষের বর্তমান জীবন নাভিশ্বাস হয়ে পড়েছে। সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জীবন যাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সামনে আবার চলে এসেছে মহিমান্বিত রমজান। মহান পবিত্র রমজান মাস উপলক্ষে উক্ত অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট মূল্যের দাম বাড়ানোর অপতৎপরতায় লিপ্ত রয়েছে। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে এবং জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে,সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন নেতৃবৃন্দ।দেশের জনগণের দুঃখ-দুর্দশার কথা বিবেচনায় নিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান নেতৃবৃন্দ। জনগণকে উক্ত অসহনীয় কষ্টের হাত থেকে উদ্ধার করে,জনজীবনকে সহজ করার ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন নেতৃবৃন্দ।