দ্বাদশ সংসদ নির্বাচনের আগে যে সকল ওসি ইউএনও রদবদল হচ্ছে
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে যে সকল ওসি ইউএনও রদবদল হচ্ছে
মোকলেছুর রহমানঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৩টি থানাসহ সারাদেশের ৩৩৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদনের ওসিদের বদলির ঘোষণা এলো।আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যেসব থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরির মেয়াদ হয়েছে, তাদের অন্যত্র বদলি করতে চিঠি দেয় ইসি।এর প্রেক্ষিতে বুধবার ৩৩৮ থানার ওসির বদলির প্রস্তাব পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ওসি বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন।গত বুধবার (৬ ডিসেম্বর) বদলির প্রস্তাব এসেছে বলে গণমাধ্যমকে জানিয়েছিল ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। দাকোপ থানা অফিসার্স ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত মুজিবনগর থানা মেহেরপুর, তার পরবর্তীতে দাকোপ থানায় যোগদান করবেন ফুলতলা থানার ওসি মোঃ আব্দুল হক সাহেব। গত ৩০ নভেম্বর সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। তাছাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তারা রদবদল হচ্ছে।এর মধ্য খুলনা বিভাগ ১০ জন, রংপুর বিভাগ ৭ জন, রাজশাহী বিভাগ ১৭জন, ময়মনসিংহ বিভাগ ৯জন, চট্টগ্রাম বিভাগ ৮জন, ঢাকা বিভাগ ১৬জন, সিলেট বিভাগ ১৪জন, বরিশাল বিভাগ ২৯জন। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদানের এক বছর না হওয়ায় তিনি দাকোপে থাকছেন।