দৈনিক আলোর খবর এর পক্ষ থেকে দু সিটি কর্পোরেশন মেয়রকে অভিনন্দন
আপডেটঃ জুন ১২, ২০২৩ | ৯:২৪
111 ভিউ
ডেস্ক রিপোর্ট
আজ হয়ে গেল খুলনা সহ বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচন। সুষ্ঠ সুন্দর শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। আমরা বাংলাদেশ সরকার ও বাংলাদেশের নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই।
দৈনিক আলোর খবরের প্রকাশক ও সম্পাদক মোকলেছুর রহমান ও প্রধান নির্বাহী সম্পাদক ওলি উল্লাহ সানা। দুই সিটির মেয়রকে মোবাইলে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।
খুলনার দক্ষিণ বাংলার সুনামের সাথে এগিয়ে চলা। সাহসীকতার এক সৎ কন্ঠ, দৈনিক আলোর খবর। কথা বলে ন্যায়ের, অন্যায়ের বিরুদ্ধে।
এ আলোর খবর কথা বলে,দেশের ও দেশের মানুষের, কথা বলে দুর্নীতির বিরুদ্ধে আর দেশের স্বার্থে।