দেশের মানুষ শীতে কাঁপছে! দাকোপে ১৬ ডিগ্রি সেলসিয়াস

ডেস্ক রিপোর্টঃ গত ইং ১০ তারিখ হতে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পাওয়া বার্তায় জানা যায়, খুলনাসহ দেশের বেশির ভাগ জায়গায় সর্ব নিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।এতে করে দেশের বিভিন্ন জায়গায় মৃদু শৈত্য প্রবাহ চলছে। এ শৈত্য প্রবাহ আরো কয়েক দিন থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানান। গত কয়েক বছরে খুলনার দাকোপে ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড ছাড়িয়েছে। সাধারণ কেটে খাওয়া মানুষ কনকনে ঠান্ডায় বাড়ি থেকে বের হতে পারছে না। দাকোপের অনেক এলাকা ঘুরে দেখা যায়, দিনমজুরি,জেলে, ভ্যান চালক, চরম ভাবে আয়রোজগারে বেশি প্রভাব পড়ছে। এতে করে মাঠেঘাটে কাজ করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক পরিবার না খেয়ে মানবতার জীবন যাপন করছে। এমতাবস্থায় দাকোপের মানুষের পাশে শীতবস্ত্র কম্বল নিয়ে সকলের সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে এগিয়ে আসার অনুরোধ।

পোস্টটি শেয়ার করুনঃ