দেশের মানুষকে আরেকটি উপহার দিয়ে গেলাম: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-
মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা
আপডেটঃ সেপ্টেম্বর ৪, ২০২৩ | ৮:৩৪
60 ভিউ

দেশের মানুষকে আরেকটি উপহার দিয়ে গেলাম: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-
মোল্লা জাহাঙ্গীর আলম /খুলনা //রাজধানীর সঙ্গে সারা দেশের যোগাযোগের উন্নয়নে এলিভেটেড এক্সপ্রেসওয়েকে দেশের মানুষের জন্য ‘আরেকটি উপহার’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে তেজগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করা হয়েছে।এটা আপনাদের উপহার হিসেবে দিয়ে গেলাম। দেশের প্রথম এই এলিভেটেড এক্সপ্রেসওয়েকে যোগাযোগের ক্ষেত্রে ‘নতুন মাইলফলক’ বলেও উল্লেখ করেন তিনি।গত শনিবার ২ সেপ্টেম্বর ২০২৩ রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প (কাওলা-ফার্মগেট) অংশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।এই বিশাল কর্মযজ্ঞের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান মাননীয় প্রধানমন্ত্রী।