দেশের কয়কটি জেলায় বৃষ্টি বজ্রপাতের সম্ভবনা, আবহাওয়া অধিদপ্তর

মহেমিনুল ইসলামঃমঙ্গলবার ১২ ই মার্চ তিনদিনের সন্ধ্যায় আবহাওয়া পরিস্থিতির তথ্য তুলে ধরে আবহাওয়া অফিস এ তথ্য জানায়। এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়,বুধবার ১৩ ই মার্চ দেশের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সহ ঢাকা খুলনা বরিশাল এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজকের সারাদিনের তাপমাত্রার তথ্যে বলা হয়েছে সেদিন তাপমাত্রা হৃদয় পরিবর্তিত তবে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অপরদিকে আগামীকাল বৃহস্পতিবার ১৪ মার্চ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকা সম্ভাবনা রয়েছে। এ দিনও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পোস্টটি শেয়ার করুনঃ