দুই ভাইয়ের ঝগড়া, ছোট ভাইয়ের মৃত্যু! বড় ভাই পলাতক
দুই ভাইয়ের ঝগড়া, ছোট ভাইয়ের মৃত্যু! বড় ভাই পলাতক
লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার)ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া তিতাস নদীর পাড়ে শ্যামনগর এলাকায় নিতাই দাসের দুই ছেলে পিয়াস দাস ও আশিক দাস। এ দুই ভাই সব সময় নিশা সেবন করে থাকেন । ১৬ আগস্ট দুপুর ১টা ১০ ঘটিকার সময় প্রিয়াস এবং আশিক ঝগড়া লাগেন, প্রিয়াস এক প্রকার আশিককে বেদম মারধর করেন, অতিরক্ত মারার ফলে। আশিক বাথরুমে গিয়ে গলায় রশি দিয়ে ফাঁসদেন।ঘরে থাকা লোকজন ও এলাকাবাসী টের পেয়ে বাথরুমের দরজা ভেঙ্গে থাকে উদ্ধার করে।স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
সামাজিক যুগে জানা যায় আশিক দাসের মৃগী রোগ ছিল।তিতাস নদীতে স্নান করতে গিয়ে পানিতে পড়ে সে, মৃত্যুবরণ করেন। এ কথাটি একদম মিথ্যে। জানা যায় সে বাথরুমে ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেন । গোপন সূত্রে পাওয়া অন্য কথা।
ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্যামনগর এলাকাবাসী এবং আশিকের মা বলেন, এ দুই ভাই প্রায় সময় ঝগড়া লাগে।আশিক এর আগেও দুইবার গলায় ফাঁস দিয়েছিলেন।
গোপন সূত্রে পাওয়া খবর বড় ভাই পিয়াস আশিককে মেরে বাথরুমে রেখে বলে গলায় ফাঁস দিয়েছে। আবার বলে মৃগী রোগে পানিতে পড়ে ডুবে মারা গেছে।অথচ গলাতে ফাঁসির কোন দাগ নেই । পিয়াস যদি না মেরে থাকে তাহলে সে পলাতক কেন।
বড় ভাই পিয়াস পলাতক থাকার কারণে তার বক্তব্য নেওয়া যায়নি।