দাকোপ হাসপাতাল মোড়ের চায়ের দোকানদারের মিষ্টি বিতরণ
দাকোপ হাসপাতাল মোড়ের চায়ের দোকানদারের মিষ্টি বিতরণ
মোঃ কামরুল ইসলাম গাজীঃ দাকোপের চায়ের দোকানদার মিলন ননী গোপাল মন্ডলের পক্ষে আনন্দ মিষ্টি বিতরন করেছেন। দাকোপ বটিয়াঘাটার নৌকার মাঝি ননী গোপাল মন্ডলকে বরণ করে নিতে হাজারও নেতাকর্মীর ভিড়।
খুলনা-১ আসন থেকে এবার নৌকা নিয়ে লড়বে সাবেক সংসদ সদস্য বাবু ননী গোপাল মন্ডল। অনেক জল্পনা কল্পনা আর কৌতূহলের অবসান ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনা-১ আসনে নৌকার মাঝি হিসেবে বাবু ননী গোপাল মন্ডলকে দাকোপ বটিয়াঘাটার মানুষের সেবা করার নিদর্শনা দিয়েছেন। বাবু ননী গোপাল মন্ডল দাকোপের একজন প্রবীন নেতা। তিনি পূর্বে কয়েক বার কৈলাশগন্জ ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ছাত্র লীগ নেতা,৫২ এর ভাষা আন্দোলনে বিশেষ ভুমিকা রাখেন। তাছাড়া তিনি সাবেক সংসদ সদস্যের দায়িত্বও পালন করেছেন।একটি সুত্রে জানা যায়,খুলনা-১আসনে থেকে এবার একদিক আওয়ামী লীগের নেতাকর্মী নৌকার প্রত্যাশী ছিলেন। কিন্তু, হাজারও ষড়যন্ত্র আর মিথ্যা অপবাদকে পিছনে ফেলে বাবু ননী গোপাল মন্ডলের হাতে উঠে নৌকা। তারই মধ্য নৌকার মাঝি গত কাল বাবু ননী গোপাল মন্ডল দাকোপ-বটিয়াঘাটার পথে রওনা হয়। এমন খবরে ছোট বড়, সকল নেতাকর্মী, সাধারণ মানুষ একনজর প্রিয় নেতাকে দেখার জন্য রাস্তার উপর দাড়িয়ে থাকতে দেখা যায়। তাছাড়া খুলনা ছাচিবুনিয়া চৌরাস্তায় নেতা পৌছালে দাকোপ বটিয়াঘাটার নেতাকর্মীরা ফুল দিয়ে বরন করে নেন। নৌকা নৌকা স্লোগানে আর ঢোলের বাজনাতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে এক এক করে নির্বাচনীয় এলাকা মেইন জায়গা গুলোতে অবস্থান করে। কাতিয়ানাংলা বাজার, পানখালী ফেরিঘাট ও আওয়ামী লীগের দলীয় অফিস কার্যলায়, ডাকবাংলো মোড় আওয়ামী অফিস, থানার মোড়সহ একাদিক স্থানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তারপর নিজ মাতৃভূমি নিজ ইউনিয়নের উদ্দেশ্য রওনা হয়। পথের মধ্য হাজারও নেতার ভিড় তাকে বরন করে নিতে দাড়িয়ে থাকতে দেখা যায়, চালনা আচাভুয়া ভ্যানচালক সমিতি, পোদ্দারগন্জ এলাকাবাসি। তারা বরন করে নেন গলায় ফিলের মালা আর ঢোলঢালির বাজনার মাধ্যমে। এর মধ্য একটি বিষয় আলোড়ন সৃষ্টি করেছে, চালনার যুক মিলন।তিনি দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এক মাত্র চায়ের দোকানদার। সকলের প্রিয় মুখ, মিলন ভাই নামে পরিচিত। এই যুবক নিজ অর্থ দিয়ে প্রিয় নেতার নামে মিষ্টি বিতরন করছেন। পাশাপাশি চালনা পৌরসভার ৬নং ওয়ার্ড নিজ এলাকায় নৌকা প্রতিকে ভোট চেয়ে সাধারণ জনগনকে ঐক্যবদ্ধ ভাবে হিংসা অহংকার ভুলে কাজ করার প্রত্যায় জানান।চায়ের দোকানদার মিলন আলোর খবরকে বলেন, আমি আজ খুব খুশি, নেতাকে বরণ করতে খুলনা যাচ্ছি, আমি ব্যক্তিগত ভাবে বাবু ননী গোপাল মন্ডলকে ভালো বাসি। তিনি আমার সুখদুঃখের অভিভাবক। তিনি আরোও বলেন, আমার নেতার মধ্য কোন অহংকার হিংসা নেই। তিনি সাদাসিধা মাটির সহজ সরল একজন মানুষ। আমরা তার জন্য দীর্ঘ আয়ু কামনা করি।