দাকোপ হবে মাদক মুক্ত, দাকোপ থানার সৎ সাহসী মানবিক অফিসার উজ্জ্বল কুমার দত্ত

***মোকলেছুর রহমান ***

২ বোতল মদ সহ একজন আসামী গ্রেফতার করেন দাকোপ থানা পুলিশ।

মাদক মুক্ত দেশ, সোনার বাংলাদেশ। দাকোপ থানা অফিসার উজ্জ্বল কুমার দত্তের একটাই কথা দাকোপ হবে মাদক মুক্ত ঘোষণা।

দাকোপ থানা অফিসার উজ্জ্বল কুমার দত্তের নির্দেশনায় দাকোপ থানা পুলিশ একের পর এক মাদকদ্রব্য ও আইনশৃঙ্খলা রক্ষাসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতারে বিশেষ ভূমিকা রেখে চলেছেন।

দাকোপ থানা অফিসার উজ্জ্বল কুমার দত্ত যোগদানের পর থেকে একের পর এক মাদকের উপর অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদকসেবনকারি ও মাদক ব্যবসায়ী একদিক আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

জানা যায়,গত বুধবার রাত সাড়ে ৮ টার দিকে দাকোপ থানা পুলিশ উপজেলার লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রামের মলিন রায়(৪৮) পিং মৃত শিবপদ রায় পশ্চিম বাজুয়া হতে ২ বোতল মদসহ (কেরু) আটক করে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, এস আই মলয় বলেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় পশ্চিম বাজুয়া অভিযান চালিয়ে মদসহ মলিন রায়কে আটক করে।

এ ঘটনায় এস আই নূর মোহম্মদ শাহিদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

পরে দাকোপ থানা পুলিশের হেফাজতে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুনঃ