দাকোপ সাব জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের চরম অবহেলা

মোকলেছুর রহমানঃখুলনার দাকোপ উপজেলা জুড়ে বিভিন্ন জায়গায় গরমের ধান চাষে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে মারাত্মক ঝুঁকিতে কৃষকেরা। দাকোপ সাব-জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের দায়িত্বরত কর্মকর্তার চরম অবহেলার কারণে প্রতিবছর মানুষ ও গবাদি পশুর মৃত্যু হয় বলে এলাকা বাসির অভিযোগ। গত ১৬ ফেব্রুয়ারি দাকোপ উপজেলার চালনা পৌরসভা, পানখালী ইউনিয়নসহ, কামারখোল, সুতারখালী, তিলডাঙ্গা, বাজুয়া,লাউডোব, দাকোপ,কৈলাশগঞ্জ,বানিশান্তার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ইঁদুর মারার জন্য কৃষকেরা মরণ ফাঁদ তৈরী করে চরম জীবন ঝুঁকিতে রয়েছে।অনেকে বাসা বাড়ি থেকে গোপনে আবার বিদ্যুৎতের কুটি থেকে  অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবহার করছে।এলাকা বাসি ও স্থানীয় অনেকের ভাষ্য প্রতি বছর এ সময় আসলে কৃষকদের অবৈধ বিদ্যুৎ সংযোগে মানুষ ও গবাদি পশুর মৃত্যুর খবর শোনা যায়। কারো মৃত্যু হলে প্রশাসন ও বিদ্যুৎ কর্মকর্তারা তাৎক্ষণিক বিশেষ ভূমিকা রাখলেও পরে তা আর দেখা যায় না। তারা নিরবতার আড়ালে থেকে গোপনে বিষয়টি ধামাচাপা দেয়।এ অবস্থার মধ্য দিয়ে চলতে থাকলে অবৈধ বিদ্যুৎ সংযোগে দিন দিন মৃত্যুর ঘটনাও বাড়বে। তাই এ মহূর্তে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয় সংশ্লিষ্ট দাকোপ সাব-জোনাল পল্লী বিদ্যুৎ এর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা গেল। বিষয়টি সরজমিনে উপস্থিত থেকে রাতে বিশেষ টিমের অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জোর দাবি এলাকাবাসীর।

পোস্টটি শেয়ার করুনঃ