দাকোপ থানা মেইন সড়কের তিন রাস্তার মোড়ে জরুরি গতিরোধক বিট দরকার
ডেস্ক রিপোর্টঃ দাকোপ উপজেলার ডাকবাংলো মোড়স্থ দাকোপ থানা তিন রাস্তার মোড়ের উপর একটি গতিরোধক বিট জরুরি ভাবে দরকার বলে সচেতন মহল মনে করেন।জানা যায়,আবাসিক এলাকার সবুজ পল্লীসহ উপজেলা কোয়ার্টার, প্রশাসনিক কর্মকর্তাদের এক মাত্র চলাচলের রাস্তা এটা।এ রাস্তা দিয়ে প্রতিদিন সকাল হলেই কমলমতি শিশু ও ছোট বাচ্চাদের স্কুলে যাওয়া আসার চিত্র উপলব্ধি করা যায়।স্থানীয় ব্যবসায়ীরা আলোর খবরকে জানান, এখানে প্রতিদিন কোন না কোন ছোট বড় দূর্ঘটনা ঘটে। তারা আরো জানান,যখন থানার ভিতর থেকে মেইন সড়কে অর্থাৎ ডাকবাংলো বা হাসপাতালের দিকে যাওয়া হয়। তখন মেইন সড়কের বেপরোয়া গতি দূর্ঘটনার আশংকা থাকে।পাশাপাশি মেইন সড়কের গাড়ি চালকেরা মুটেও খেয়াল করে না যে, থানা বা উপজেলার ভিতর হইতে কোন গাড়ি বা লোক আসতে পারে। এ বিষয় বিশেষ কোন নজর থাকে না। তাছাড়া আজ ২৫ এপ্রিল রোজ বৃহস্পতিবার সময় ১১ টা ১০ মিনিটে উক্ত মোড়ে। দাকোপের সাহেবের আবাদ গ্রামের এক শিক্ষকের স্ত্রী ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়। বুকেও মাঝায় আঘাত পায়। সব মিলে গতিরোধক বিট হলে গাড়ি ধীর গতিতে চলবে এবং দুর্ঘটনা ও কম হওয়ার সম্ভবনা থাকবে।