দাকোপ থানা পুলিশ পূজা মন্ডপে মন্ডপে দায়িত্ব পালন করছে- এ এস আই আজমীর হোসাইন

ডেস্ক রিপোর্টঃ দাকোপ থানা পুলিশ শারদীয় দূর্গ পূজায় কঠোর ভূমিকায় দায়িত্ব পালনে বিশেষ নিরাপত্তা দিয়ে চলেছেন। কৈলাশগন্জ ইউনিয়নের দায়িত্ব পালন করছেন, দাকোপ থানার সৎ সাহসী অফিসার এ এস আই( নিঃ) আজমীর হোসাইন। দাকোপ থানা অফিসার্স ইনচার্জ উজ্জ্বল কুমার দত্তের নির্দেশনায় উপজেলার ৯টি ইউনিয়নে সকল পূজা মন্ডপে দাকোপ থানা পুলিশ কঠোর ভূমিকায় দায়িত্ব পালন করে চলেছেন। পাশাপাশি আনসার বাহিনী, গ্রাম পুলিশের টিমও দায়িত্ব পালন করছে।কোন প্রকার অপ্রতিকার ঘটনা ছাড়া সুন্দর সুষ্ঠভাবে দাকোপের সনাতন ধর্মাবলম্বীরা পূজা উদযাপনে করছে। উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা যায়,এবং ভক্তদের সাথে কথা বলে জানা যায়, শান্তি পূর্ণভাবে দাকোপে সনাতন ধর্মাবলম্বীরা তাদের মহা উৎসব শারদীয় দূর্গা পূজা উদযাপন করে আনন্দিত ও খুশি। ভক্তরা জানান, এবার প্রশাসনের পূজা মন্ডপে মন্ডপে আগাম প্রস্তুতি ও অবস্থান করাকে আমরা সাদুবাদ জানাই। তাছাড়া পরিবার পরিজন নিয়ে একই সাথে পূজা উদযাপন করার মজাটাই আলাদা। দাকোপ থানা প্রশাসনের পক্ষ থেকে সকল নিরাপত্তা পেয়ে আমরা খুব খুশি। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। দাকোপ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে সর্ব শেষ কৈলাশগন্জ ইউনিয়নের পূজা মন্ডপ গুলো বিশেষ নজরে রেখে দায়িত্ব পালন করে চলেছেন, এ এস আই আমীর হোসেন, তিনি আলোর খবরকে জানান, পুলিশ জনগনের বন্ধু,আর আমরা সব সময় জনগনের সাথে আছি। আমাদের স্যার প্রত্যেকটি ইউনিয়ন, এলাকায়, সকল পূজা মন্ডপে পুলিশ মোতায়েন করেছেন। দাকোপ থানা পুলিশ সকল নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত।তিনি আরো বলেন,আমাকে কৈলাশগন্জ ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।আমি ও আমাদের সকল সহযোগী বাহিনীকে নিয়ে সজাগ রয়েছি। পূজা উদযাপনে কোন প্রকার অপ্রতিকার ঘটনা ঘটলে তৎক্ষনিক দাকোপ থানা পুলিশ প্রস্তুত রয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ