দাকোপ থানা পুলিশ আইন শৃঙ্খলার পাশাপাশি মানবিক সেবায় এগিয়ে

প্রধান নির্বাহী সম্পাদক, ওলি উল্লাহ

প্রতিবন্ধীর ভাতার টাকা ফিরে পেয়ে হোগলা বুনিয়ার সুফিয়া বেগম খুশি ।

দাকোপ থানা পুলিশের উদ্যোগে এক প্রতিবন্ধীর ভাতার টাকা উদ্ধার করা হয়েছে। সাধুবাদ জানাই , দাকোপ থানা পুলিশকে।

দাকোপ থানা পুলিশ সুত্রে জানা যায়,পানখালী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের মৃত আবুল কালাম শেখের স্ত্রী প্রতিবন্ধী সুফিয়া বেগম (৭১)

সে গত ইং ১লা এপ্রিল ২০২৩ তারিখে প্রতিবন্ধী ভাতার আওতাভুক্ত হোন দাকোপ উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে।

কিন্তু তিনি ১৬ এপ্রিল ২০২৩ তারিখে দাকোপ উপজেলা সমাজসেবা অফিসে এসে জানাতে পারেন যে তাঁর প্রতিবন্ধী ভাতার টাকা অন্য একটি মোবাইলে সিমে চলে গেছে।

তাৎক্ষণিক তিনি দাকোপ উপজেলা সমাজসেবা অফিসারের পরামর্শ অনুযায়ী দাকোপ থানায় উক্ত ভাতা বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর দাকোপ থানা পুলিশ অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্তের নির্দেশনা অনুযায়ী মোবাইল নম্বর ট্রাকিং অভিযান পরিচালনা করেন ।

অভিযানে টাকা চলে যাপয়া নম্বর টি দাকোপ। থানা পুলিশ সনাক্ত করেন। এবং নম্বর সনাক্ত করার পর দাকোপ থানা পুলিশ উক্ত প্রতিবন্ধীর ভাতার ২ হাজার ৯ শত ৯১ একানব্বই টাকা উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধার কৃত টাকা আজ ১০ ই মে রোজ বুধবার সন্ধ্যা ৭ টার সময় সুফিয়া বেগম কে থানায় ডেকে দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দক্ত, প্রতিবন্ধীর হাতে উদ্ধার কৃত টাকা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব প্রজিৎ রায়, দাকোপ থানা সেকেন্ড অফিসার জনাব এস আই সুশান্ত কুমার, এস আই বিজয় কৃষ্ণ কর্মকার, গনমাধ্যম কর্মী সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

পোস্টটি শেয়ার করুনঃ