দাকোপ থানা পুলিশের মাদক অভিযানে আটক ২ পলাতক ১
আপডেটঃ সেপ্টেম্বর ৪, ২০২৩ | ১১:২৫
112 ভিউ
দাকোপ থানা পুলিশের মাদক অভিযানে আটক ২ পলাতক ১
ডেস্ক রিপোর্টঃ পুলিশ জনগনের বন্ধু,কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী। দাকোপ থানা অফিসার্স উজ্জ্বল কুমার দত্তের নির্দেশনায় দাকোপ থানা পুলিশ বার বার দক্ষতা আর সাহসীকতার সাথে এগিয়ে চলেছে। তারইধারাবাহিকতায় দাকোপ থানা অফিসার এস আই (নিঃ) বিজয় কৃষ্ণ কর্মকারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহতায় এ এস আই আজমীর হোসেন, কঃ/২২২৫ নাঈমুল ইসলাম,কঃ/১৭৭৭ ইব্রাহিম খলিল মাদক অভিযান পরিচালনা করেন। দাকোপ উপজেলার চালনা পৌরসভা এলাকার তিন ওয়ার্ডের টিটা পল্লী গ্রামের ফয়সাল আহম্মেদ এর বাড়ির সামনে থেকে ২ মাদক সেবনকারি (১) আনিসুর রহমান শেখ( ৩০) পিং আঃ সাত্তার শেখ, সাং পানখালী, দাকোপ,খুলনা( ২) চিরঞ্জিত শীল(১৯) পিং অজিত চন্দ্র শীল, সাং আমতলা, বানিশান্তা, দাকোপ, খুলনাকে আটক করে। এবং একই মাদক মামলায় উল্লেখিত ৩নং আসামী আছাবুর রহমান(৩৫)পিং আবু বক্কার শেখ, সাং পানখালী দাকোপ খুলনা। পুলিশের উপস্থিত টের পেয়ে দ্রুত ফালিয়ে যায়। আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতে ও পলাতক আসামির নাম উল্লেখ পূর্বক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।