দাকোপ থানা পুলিশের মাদক অভিযানে আবারো আটক ২

মোকলেছুর রহমানঃমাদকমুক্ত দেশ,সোনার বাংলা দেশ। সুস্থ শরীর,সুস্থ মন খেলাধূলায় গড়বে সোনার যুবক। বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলার এক নাম। যেখানে অপরাধ, যেখানে অন্যায়। সেখানেই প্রতিবাদের একটাই ভাষা, বাংলাদেশ পুলিশ। জনগনের বন্ধু, জনগনের পাশে এভাবেই সব সময় দাকোপ থানা পুলিশ। মাদক অভিযানে এগিয়ে বার বার সাফল্য অর্জনে দক্ষতার পরিচয় দিয়েছেন।খুলনার দাকোপ থানা পুলিশ মাদকমুক্ত সোনার যুবক গড়তে আইনশৃঙ্খলা রক্ষাসহ মাদক ও জুয়ার উপর চলছে বিশেষ অভিযান। নেই কোন অপরাধীর ছাড়! অপরাধী যেই হোক না কেন! পুলিশের হাত থেকে রেহাই নাই। এমনই ধারাবাহিকতা নিয়ে দাকোপ থানা অফিসার্স উজ্জ্বল কুমার দত্তের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তি গত ইং ৮ সেপ্টেম্বর রোজ শুক্রবার আনুমানিক রাত সাড়ে ১০ টার দিকে দাকোপ উপজেলার কৈলাশগন্জ ইউনিয়নের হরিণটানা মাতৃধাম গীর্জার সামনে দাকোপ থানা পুলিশ মাদক অভিযান পরিচালনা করেন। মাদক অভিযানে ২ মাদক সেবনকারী ১) প্রশান্ত দাস( ২৭)পিং-অমূল্য দাস,সাং হরিণটানা, (২) অরুন দাস (২২)পিং- সুধান্য দাস,বাজুয়া,উভয় উপজেলা, দাকোপ,খুলনাকে প্রত্যেকের কাছ থেকে ২০ গ্রাম করে গাঁজা হাতে নাতে দাকোপ থানা পুলিশ আটক করে। এ সময়ে মাদক অভিযানে সাহসিকতার সাথে অভিযান সফল করেন, দাকোপ থানা পুলিশের সাহসী অফিসার এস আই (নিঃ) রুবেল হোসেন, এস আই( নিঃ) নুর মোহাম্মদ শাহিদ, কঃ/৬৮৮ হেলালুর রহমান, কঃ/১৭৭৭ শুভ চৌধুরী, কঃ/১৭৭৭ ইব্রাহিম সকলের সহতায় আসামিদের আটক করেন। আজ শনিবার
আটককৃত আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা রুজু পূর্বক পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

পোস্টটি শেয়ার করুনঃ