দাকোপ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিচ ইয়াবাসহ ১ জন আটক
দাকোপ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিচ ইয়াবাসহ ১ জন আটক
মোকলেছুর রহমানঃখুলনার দাকোপে নবগত অফিসার্স ইনচার্জ আলহাজ্ব আব্দুল হক সাহেব যোগদানের পর থেকে দাকোপ থানা আইনশৃঙ্খলার মান উন্নত হয়েছে। দাকোপ বাসি এমন সৎ সাহসী মানবিক অফিসার পেয়ে খুশি। তারই নির্দেশনায় দাকোপ থানা পুলিশের সকল কর্মকর্তা এক যোগে আইনশৃঙ্খলা রক্ষার্থে সততার শক্তি নিয়ে দক্ষতার সহিত দিন রাত পরিশ্রম করে চলছে। গত ইং ১লা জানুয়ারী দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে চালনা আচাভূয়া খ্রিস্টান পাড়া ফিরোজ এর বাড়ির সামনের ঢালায়ের রাস্তার উপর থেকে মাদকদ্রব্য ক্রয়- বিক্রয়ের কালে ৪০পিচ ইয়াবা ট্যাবলেসহ
আনোয়ার হোসেন শিকাদার (৫৮),পিং-মৃত আমিরুল ওরফে আমির আলী শিকদারকে আটক করে। আটককৃত আসামীর বাড়ি সাং-বেতকা, থানা- কাউলিয়া,জেলা- পিরোজপুর। বর্তমান ঠিকানা,সাং-মংলা শ্রম কল্যান রোড, (৫নং ওয়ার্ড) থানা- মংলা, জেলা- বাগেরহাট।গোপন সংবাদের ভিত্ততে দাকোপ থানা পুলিশের এস আই বিজয় কৃষ্ণ কর্মকারের নেতৃত্বে, এস এস আই শাহিন উদ্দিন, কং/৬৮৮ হেলালুর রহমান,কং/২২১৫ মোল্লা নাঈম,কং/১৪১০ মিথুন, কং/২০৬০ মানিক মিয়ার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। ঐ সময় পুলিশের চৌক দল আসামীর শরীর তল্লাশি করে পাঞ্জাবির বাম পাশের পকেট হতে নীল রঙের জিপারের ভিতর থাকা, ৪০ পিচ কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। উদ্ধারকৃত মাল ও আসামিকে দাকোপ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রজু পূর্বক আদালতে প্রেরন করেন। আলোর খবরকে এস আই বিজয় কৃষ্ণ কর্মকার জানান, স্যারের নির্দেশনা অনুয়ায়ী আমরা সকলে আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করে যাচ্ছি। তাছাড়া আমি দাকোপ থানায় দীর্ঘ দিন ধরে রয়েছি। তাই যত দিন আছি সৎ সাহস নিয়ে এগিয়ে যেতে চাই।