____মোকলেছুর রহমান ____

 

দাকোপ থানা পুলিশের পৃথক দুটি অভিযানে দুই গাঁজা সেবনকারী পুলিশের হাতে আটক।

দাকোপ থানা পুলিশ মাদক অভিযানে ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রেখে চলেছেন।

দাকোপ থানায় অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত যোগদানের পর থেকে দাকোপ থানার পুলিশ সাহসিকতার সাথে একের পর এক মাদক অভিযান সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি ধরতে বিশেষ ভূমিকা রেখেছেন।

দাকোপের অনেক এলাকায় খবর নিয়ে জানা গেছে,উজ্জ্বল কুমার দত্ত দাকোপ থানায় যোগদানের পর থেকে মানুষ শান্তিতে ঘুমাতে পারে এবং স্বাধীনতার সাথে,আরামে শান্তিতে বসবাস করছেন।

যা আগে কখনো দেখা যায়নি। তাছাড়া দাকোপ থানা পুলিশ অনেক উন্নত এবং সুন্দর পরিবেশে প্রত্যেকটা মানুষের জন্য সেবা মুলক কাজে বিশেষ ভূমিকা রেখেছেন।

তারই ধারাবাহিকতায় দাকোপ থানার সৎ সাহসী অফিসার মানবিক দরদি। এস আই (নিঃ) জনাব বিজয় কৃষ্ণ কর্মকার। যার সাহসিকতায় দাকোপ থানা সুনামে বারবার খ্যাতি অর্জন করেছেন।

বিজয় বাবু সব সময় দায়িত্ব পালনে জীবনের ঝুঁকি নিয়ে নিজেকে বিলিয়ে বাংলাদেশ পুলিশকে এগিয়ে নেওয়ার লক্ষে।

আজ ইং ৮ মে রোজ সোম বার দাকোপ থানা পুলিশ পৃথক দুটি অভিযানে দু মাদক সেবনকারীকে আটক করেছেন।

জানা যায় , এস আই (নিঃ) জনাব বিজয় কৃষ্ণ কর্মকার সঙ্গীয় ফোর্স কং/২২১৫ মোল্লা নাঈমুল ইসলাম, কং/২০২৫ শামীম হাসানকে সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে চালনা পৌরসভা এলাকার বৌমার গাছ তলা এলাকা থেকে।

আজ বিকাল ৩ টা ৩০ মিনিটে সুজিত রায় (৪৮)পিং সুধাংশু রায় ,সাং -বড় খলিশা দাকোপ খুলনাকে ৫০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করেন।

তাছাড়া আর এক সাহসী অফিসার সুঠাম দেহের অধিকারী এস আই ( নিঃ) জনাব রুবেল হোসেন সঙ্গীয় ফোর্স এ এস আই (নিঃ) জনাব আনিসুর রহমান কং/ ৬৮৮ হেলালুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গল দাস( ৩৮ )পিং বাত্তন দাস, সাং – গোড়কাটি,দাকোপ খুলনাকে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করেন।

উভয় আসামিকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬/ধারায় ১৯/কে ধারার অপরাধে মামলা রুজু পূর্বক কোর্টে প্রেরণ করেন।

পোস্টটি শেয়ার করুনঃ