দাকোপ থানা পুলিশের এস আই বিজয় দক্ষতা আর সাহসিকতার সাথে এগিয়ে
“”””মোকলেছুর রহমান “””
খোনা কে বি মাধ্যমিক বিদ্যালয়ে চুরি হওয়া মালামাল উদ্ধার ও দুই চোরকে আটক করেছেন দাকোপ থানা পুলিশ।
দাকোপ উপজেলার খোনা কে বি মাধ্যমিক বিদ্যালয়ের গত ইং ১৫ ই মে রাত আনুমানিক ১০ ঘটিকা হইতে ১৬ই মে সকাল ৮ ঘটিকার মধ্যে যে কোন সময় চুরি হয়।
জানা যায়, ওই দিন উক্ত বিদ্যালয়ের নাইট গার্ডের দায়িত্বরত ব্যক্তি অসুস্থ থাকায় সকল শ্রেণী কক্ষে নিজ দায়িত্বে তালা লাগিয়ে বাড়িতে অবস্থান করেন।
সকালে (অর্থাৎ ১৬ ই মে )সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ বিদ্যালয়ে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে দেখতে পান কক্ষের তালা ভাঙ্গা।
পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষাবৃন্দ দাকোপ থানায় হাজির হইয়া চুরি হওয়া মালামালের বিবরণে অজ্ঞাতনামা অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্তের নির্দেশনায় দাকোপ থানার সাহসী ও সৎ মানবিক পুলিশ অফিসার,
এস আই জনাব বিজয় কৃষ্ণ কর্মকার তার দক্ষতা আর সাহসিকতা নিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময়ে এস আই বিজয় কৃষ্ণ কর্মকার সঙ্গী ফোর্স এস আই আজমীর হোসেন, কং/জনাব হেলালুর রহমান,কং/ জনাব নাঈমুল হককে নিয়ে আসামি ১) মোঃ ইসলাম সানা ( ২১) পিং আসলাম সানা ১ নং ওয়ার্ড খলিশা। ২) আকরাম শেখ (১৯ ) পিং আসলাম শেখ, সাং ছোট খলিশা উভয় উপজেলা দাকোপ, জেলা খুলনাকে চুরি হওয়া মালামালসহ আটক করেন।
দাকোপ থানা পুলিশ আজ ১৭ ই মে আটককৃত দুই চোরকে বিজ্ঞ আদালতে প্রেরন করেন এবং দুই চোর বিজ্ঞ আদালতে চুরি হওয়া মালামালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।