“”মোকলেছুর রহমান “”

দাকোপ থানা পুলিশের ডিজিটাল প্রচেষ্টায় ৫ টি মোবাইল ফোন উদ্ধার ও প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন।

দাকোপ থানা পুলিশ সুত্রে জানা যায়, বিভিন্ন সময় হারানো সহ চুরি হওয়া মোবাইল ফোনের মালিকদের অভিযোগের ভিত্তিতে দাকোপ থানা পুলিশ দক্ষতার সাথে অভিযান পরিচালনা করেন।

জানা যায়,দাকোপ থানা সহ দাকোপের বাইরের এলাকায় বিশেষ ডিজিটাল নেটওয়ার্ক অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে ৫ টি এ্যন্ড্রয়ড ফোন উদ্ধার করেন।

উদ্ধার কৃত মোবাইল ফোন ১৪ ই মে রোজ রবিবার দুপুর ১২ টা ৩০ মিনিটে দাকোপ থানা পুলিশ বানিশান্তা ইউনিয়নের সজল মন্ডল, সোহাগ হালদার, পানখালী ইউনিয়নর মেহেদী হাসান, সোহেল হোসেন, ও লাউডোব ইউনিয়নের মামুন খান ।

উক্ত ফোন মালিকের দাবি কৃত অভিযোগ কারীকে দাকোপ থানায় হাজির করা হয় এবং ফোন সঠিক তদন্তের মাধ্যমে মালিক গনের হাতে তুলে দেওয়া হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, ও সি তদন্ত শাহিনুর রহমান, এস আই সুশান্ত কুমার পাল, এস আই বিজয় কৃষ্ণ কর্মকার, এস আই রুবেল হোসেন, এস আই নুর মুহম্মদ শাহিদ সহ অন্যান্য অফিসার এবং পুলিশ কর্মকর্তা ও গন মাধ্যম কর্মীবৃন্দ।

পোস্টটি শেয়ার করুনঃ