ডেস্ক রিপোর্টঃ জীবন চলার পথে যদি হয় ভুল, করিও গো ক্ষমা! আপন ভেবে হে পথিক! জীবন চলার পথে সুখ দুঃখের লাড়াইয়ের সৈনিক মোরা হে বন্ধু। সত্যি তাই ভুল নিয়েই মানুষের জন্ম আর চলা। দাকোপ উপজেলা ১টি পৌরসভা ও ৯ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটা তিনটি দ্বীপের মাঝে উপজেলার চিত্র। সব মিলে শান্তি পূর্ণ বসবাস আর এক মায়ার আসলে বাঁধা জীবন। এরই মাঝে চালনা পৌরসভার প্রান কেন্দ্র আবাসিক এলাকা সবুজপল্লীর অধীনে দাকোপ থানা অবস্থিত। এখানে রয়েছে মনোরম পরিবেশ আর সৌন্দর্যে ভরা। এ উপজেলায় রয়েছে একাদিক অফিসারের স্মৃতি জমানো স্বরণীয় বার্তার সুর। আমি বলছি এমনই একজন মানবিক অফিসারের কথা তিনি আর কেহ নয়, এস আই সুশান্ত কুমার পালের কথা। তিনি দীর্ঘ দিন দাকোপ থানায় সেকেন্ড অফিসারের দায়িত্ব পালন করেছেন সৎ নিষ্ঠা আর সততার সাথে। তিনি এবার বদলী হয়ে ঢাকা ডিএমপিতে যোগ দিবেন বলে জানা গেছে। এছাড়া ২৫ অক্টোবর দাকোপ থানা অফিসার্স ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম সেকেন্ড অফিসার এসআই সুশান্ত কুমার পালকে বদলী জনিত বিদায়ী সংবর্ধনা জানান।এ সময়ে উপস্থিত ছিলেন দাকোপ থানা সকল অফিসারবৃন্দ। ওই সময় উপস্থিত সকলে সেকেন্ড অফিসার সুশান্ত কুমার পালের জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

পোস্টটি শেয়ার করুনঃ