দাকোপ থানা অফিসার্স উজ্জ্বল কুমার দত্তের হাতে গৌতম সরকারের নিজের লেখা বই
আপডেটঃ আগস্ট ২৭, ২০২৩ | ৭:৪৪
71 ভিউ
দাকোপ থানা অফিসার্স উজ্জ্বল কুমার দত্তের হাতে গৌতম সরকারের নিজের লেখা বই
নিজস্ব প্রতিনিধিঃ জানি তুমি পারবে, ছিনিয়ে আনতে। পারবে তুমি অসাধ্যকে সাধ্য করতে। সাধানার ফলফলাতে একাই যুদ্ধ করো সত্যের সাথে। তুমি একা নয়,তোমার সাথে বড় শক্তি সত্য আছে। তাই নিরবে এগিয়ে যাও একদিন জয় হবেই হবে।গত কাল দাকোপ উপজেলার দাকোপ ইউনিয়নের যুব সমাজের ভবিষ্যৎ আলোকিত মানুষ, ২ নং দাকোপের সাহেবের আবাদ হাজার মানুষের সেরা মুখ গৌতম সরকার (কাঁকন) তার নিজের লেখা বই তুলে দিলেন।দাকোপ থানা অফিসার্স উজ্জ্বল কুমার দত্তের হাতে। এ সময়ে সাথে ছিলেম দাকোপ উপজেলা আওয়ামী সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক রতন কুমার মন্ডল।গৌতম সরকার (কাঁকন) আলোর খবরকে বলেন, সমাজ ও রাষ্ট্রের শৃঙ্খলা ফেরাতে যারা বন্দুকের নল দিয়ে কবিতা লেখেন, তেমনই একজন। বাংলাদেশ পুলিশ দাকোপ থানার অফিসার্স ইনচার্জ উজ্জ্বল দত্ত। আমি স্যারের দীর্ঘ আয়ূ ও মঙ্গল কামনা করি। শুভ হোক আগামী পথ চলা।