দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্তের নির্দেশনায় একের পর এক সাফল্য
দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্তের নির্দেশনায় একের পর এক সাফল্য
***ডেস্ক রিপোর্ট ***
অন্যায় যে করে, আর বঅন্যায় যে সহে,সমান অপরাধে অভিযুক্ত লোকে কহে!
পুলিশ জনগণের বন্ধু, জনগন পুলিশের বন্ধু। এটা বার বার প্রমাণ করে চলেছেন। দাকোপ থানার সাহসী মানবিক পুলিশ অফিসার বিজয় কৃষ্ণ কর্মকার।
দাকোপ থানা পুলিশ একের পর এক স্বনামে এগিয়ে বাংলাদেশ পুলিশকে সম্মানের আলোয় সততার বন্ধনে আলোর দেখিয়ে বার বার বিশ্বাস অর্জনে বিশেষ ভূমিকা রেখেছেন।
এরই ধারাবাহিকতা নিয়ে এস আই বিজয় কৃষ্ণ কর্মকারের অভিযান অব্যাহত রেখে সামনে এগিয়ে চলেছেন।
মাদক মুক্ত দেশ সোনার বাংলা দেশ, বিজয় কৃষ্ণ কর্মকার মাদক, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ওয়ারেন্ট ভুক্ত আসামিসহ একাদিক অভিযানে দক্ষতার পরিচয় দিয়েছেন।
গত ইং১০ জুলাই কোটি টাকার জীবিত তক্ষক সাপ ও আসামি গ্রেফতার। অন্যান্য আলামত উদ্ধার করে দাকোপের মানুষেকে পুলিশের উপর বিশ্বাসের এক উজ্জ্বলতার নক্ষত্র হয়েছে।
তাছাড়া গত ইং ১১জুলাই দাকোপ উপজেলার কৈলাশগন্জ ইউনিয়নের দোপাদী মধ্যে পাড়া গ্রামে দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্তের নির্দেশনায়
গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানা অফিসার এস আই বিজয় কৃষ্ণ কর্মকার সঙ্গীফোর্স সাহসী পুলিশ অফিসার এ এস আই আজমীর হোসেন, কং/৬৮৮ হেলালুর রহমান, কং/ মোল্লা নাঈমুল হক,কং/ ১৩৯৬ রফিকুল ইসলাম, কং/২১৩৭ ইসমাঈল বিশ্বাসকে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে আসামী রশিদ গাজী (৪৮)পিং-আবু তালেপ গাজী, সাং ধোপাদী মধ্যে পাড়া, দাকোপ খুলনাকে।
তার নিজ বসত বাড়িতে সিমানা প্লিয়ার বা ম্যাগনেটসহ হাতে নাতে গ্রেফতার করে।
তাছাড়া ওই সময়ে উপস্থিত জড়িত এই চক্রের সদস্যরা দাকোপ থানা পুলিশের উপস্থিতি উল্লেখিত আসামিরা টের পেয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
উক্ত আসামীর জিজ্ঞাসাবাদে পলাতক আসামি ২) আল আমিন শেখ (৩০)পিং- ইলিয়াস শেখ, সাং ধোপাদী দাকোপ খুলনা, ৩) অসীম মন্ডল (৩৫) পিং- বনমালি মন্ডল, সাং ধোপাদী রামনগর দাকোপ খুলনা, ৪) কিরন মন্ডল( ৫২)পিং -অন্তত মন্ডল ৫) রফিকুল গাজী( ৩৫)পিং আঃ খালেক ইউনিয়ন কৈলাশগন্জ, সাং ধোপাদী দাকোপ খুলনা।
দাকোপ থানা পুলিশ সুত্রে জানা যায়, ১নং আসামী আঃ রশিদ গাজীসহ অপর চার আসামীর নাম উল্লেখ পূর্বক ম্যাগনেট অন্যান্য মালামাল ১৮৬০ সালের পেনেল কোড আইনে ৪২০/৪০৬ ধারায় মামলা রজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।