দাকোপ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের অন্তরা ও ইমনকে একই ঘরে আটক

ডেস্ক রিপোর্টঃ দাকোপ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মাঠকর্মী অন্তরা ও কোহিনূর মেডিকেল ফার্মেসীর ইমন জনতার হাতে আটক হয়। গত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দাকোপ উপজেলার চালনা হাসপাতাল মোড়ে অবস্থিত দাকোপ ডায়াগনস্টিক সেন্টারের মাঠকর্মী অন্তরা ও কোহিনূর মেডিকেল ফার্মেসীর ইমন শেখকে। অন্তরার ভাড়াবাড়ি ঘরের ভিতর থেকে দু’জনকে স্থানীয় জনতা আটক করে। এ বিষয়টি জানাজানি হলে দু’জনকে দাকোপ থানা পুলিশ খবর পেয়ে সেখানে উপস্থিত হয়। এবং তাদের দু’জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জনগণের মাঝে কৌতূহল ও চায়ের দোকানে দোকানে আলোচনার কমতি নেই। স্থানীয় একটি সুত্রে জানা যায়, গত ইং ১৭অক্টোবর রোজ মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে দাকোপ ডায়াগনস্টিক সেন্টারের মাঠকর্মী অন্তরা সারা দিনের কর্মবিরতি শেষে। প্রতিদিনের ন্যায় সে তার ভাড়া বাড়িতে অবস্থান করে। অন্যান্য দিনের তুলনায় সে কোথাও দেরি না করে, দ্রুত বাসায় চলে যায়।সে বাসায় গিয়ে দ্রুত বাতি নিভিয়ে সুয়ে পড়েন।তার কিছুক্ষন পরেই অন্তরার ঘর থেকে পুরুষ কন্ঠের পিস পিস আওয়াজ ভেসে আসে। আশপাশের লোকজনের সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন বাড়ির ভাড়াটিকে ডেকে তোলেন। পরে অন্তরাকে বাড়ির ভাড়াটিয়া নিজে ডাকেন। এবং তাকে দরজা খুলতে বলেন। তখন অন্তরা হুড়মুড় করে ঘুমের ভাব নিয়ে বলেন, আমি তো ঘুমাচ্ছি। অন্তরাকে ঘরের দরজা খুলতে বলা হয়। কিন্তু, সে দরজা না খুলে নানান তালবাহানা শুরু করেন। পরবর্তীতে উপস্থিত একদিক লোক ওই সময় জড়ো হয়। অন্তরাকে অনুনয়-বিনয় করে দরজা খুলতে বলতেই কোহিনূর মেডিকেল ফার্মেসীর ইমনকে ঘরের ভিতর লুঙ্গি পরা এবং অন্তরাকে পাতলা গেনঞ্জি পরা অবস্থায় পাওয়া যায়। জানা যায়, যুবক ইমন শেখ লক্ষ্মীখোলা গ্রামের বাসিন্দা। সে ১নং পানখালী ইউনিয়নের ৪,৫,৬ এর বর্তমান মহিলা সংরক্ষিত আসনের কোহিনূর আক্তার বিউটির ছোট পুত্র। (পর্ব নং ১)

পোস্টটি শেয়ার করুনঃ